কলকাতার কালীঘাটের ৬৬ পল্লীতে বরাবরই অভিনব ভাবনা ফুটে ওঠে দুর্গা মণ্ডপে। তবে এবার যে ভাবনার রঙে সেজে উঠছে এই ক্লাব, তা অনেকটাই আলাদা। প্রথামাফিক গতে বাঁধা ধারণায় সজোরে আঘাত করতে পারে ৬৬ পল্লী। কারণ এবছর এখানে পুজোর সমস্ত আয়োজন করছেন মেয়েরা। হ্যাঁ, পুরোহিতও মহিলাই।
আধুনিকতার পথে যতই এগিয়ে চলুক বিজ্ঞান, সমাজের কানাগলিতে আজও শক্ত ঘাঁটি গেড়ে আছে পুরুষতান্ত্রিকতা। আশেপাশের নানা ঘটনাতেই তার পরিচয় মেলে। পুরুষতান্ত্রিক সমাজের এই প্রচলিত গতানুগতিক ভাবধারাতেই জোরদার ধাক্কা দিতে এবার তৈরি মুখ্যমন্ত্রী মমতা ব্যাণার্জীর পাড়ার ক্লাবের পূজা।