একাদশ জাতীয় সংসদের জাতীয় পার্টির অনুকূলে বন্টনকৃত সংরক্ষিত নারী আসনের শূন্যপদে উপনির্বাচন আগামী ২৭ অক্টোবর (বুধবার) অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের সময় ১৭ অক্টোবর (রবিবার)। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই এর তারিখ ১৮ অক্টোবর (সোমবার)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৩ অক্টোবর (শনিবার)। ভোটগ্রহণ ২৭ অক্টোবর। এ দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।