শুরু হলো একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রবিবার (১৪ নভেম্বর) বিকাল চারটায় এই অধিবেশন শুরু হয়।
করোনাভাইরাস মহামারির মধ্যে অনুষ্ঠিত অন্য অধিবেশনগুলোর মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে সংসদ চলবে। এক্ষেত্রে কোভিড-১৯ নেগেটিভ সনদ থাকা সংসদ সদস্যরাই অধিবেশনে যোগ দিতে পারবেন। প্রতিদিন ১০০-১২০ জন সংসদ সদস্যের উপস্থিতিতে বসবে সংসদের বৈঠক।