সিলেটের খোজার খালা এলাকায় এক ব্যক্তি বিলুপ্তপ্রায় একটি ডাহুক পাখি বিক্রির জন্য বেঁধে রাখেন। পাখিটি মুক্ত হতে বারবার রশির বাঁধ খোলার জন্য ঠোঁট দিয়ে চেষ্টা করছিল। এ দৃশ্য দেখেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইনবিভাগের ছাত্রী প্রিয়েতেনিয়া পিয়া।
পাখি এভাবে বেঁধে রাখা অন্যায় জানিয়ে তিনি ডাহুকটি ছেড়ে দেওয়ার জন্য শিকারির প্রতি অনুরোধ জানান। কিন্তু শিকারি পাখিটি অবমুক্ত করে দিতে অপারগতা জানান। পরে ৬০০ টাকা দিয়ে পাখিটি কিনেন পিয়া।