মাদক আগ্রাসন ও ভবিষ্যৎ প্রজন্ম

সমকাল প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২১, ০৮:৩৮

বিশ্বে নরপশুতুল্য মাফিয়াচক্রের কদর্য লোভ-লালসার নতুন সংস্করণ হচ্ছে মাদক আগ্রাসন। বিশ্বব্যাপী তরুণ প্রজন্মের মধ্যে মাদকাসক্তির পরিসংখ্যান ভয়ানক দৃশ্যাদৃশ্য পরিগ্রহ করেছে। বাংলাদেশও এর বাইরে নয়। অতি প্রাচীনকাল থেকে সুরা বা মদপান-সুরাসক্তি সমাজে প্রচলিত রয়েছে। মাত্রাতিরিক্ত পান না করে সীমিত পরিসরে শারীরিক-মানসিক শক্তি-হতাশামুক্তি-আত্মনিয়ন্ত্রণের বিভিন্ন উপায় হিসেবে এসব সুরা পানের প্রবণতা অতিশয় দৃশ্যমান ছিল। সাম্প্রতিক সময়ে এ সুরাপানের ধারাবাহিকতা মাদকের নেশায় পর্যবসিত হয়ে বিশ্বব্যাপী ভয়াবহ সামাজিক-সাংস্কৃতিক-অর্থনৈতিক-রাজনৈতিক সমস্যার কদাচাররূপ ধারণ করে। মানসিক চাপ হ্রাস-হতাশা থেকে সাময়িক মুক্তি-একঘেয়েমি অবস্থা থেকে পরিত্রাণ-আত্মবিশ্বাস পুনরুদ্ধার-সুখানুভূতি লাভে নেশা করার প্রাথমিক কৌতূহল থেকে মাদক ধীরে ধীরে অপ্রতিরোধ্য আকর্ষণে ধাবিত করে। নেশার মাত্রা বাড়িয়ে ক্রমান্বয়ে সকল সৃজনশীলতা ধ্বংস এবং স্বাভাবিক জীবনযাপনে মাদকের নেশা দুর্ভেদ্য প্রাচীর নির্মাণ করে। একবার যারা এই মাদকের সঙ্গে সম্পৃক্ত হয়; তাদের পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হওয়ার লক্ষণ দেখা দিলেও এর থেকে পরিপূর্ণ উদ্ধার অসম্ভব ব্যাপার হিসেবে পরিগণিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us