আরেকটি বিশাল আর্থিক নথিপত্রের ফাঁসের ঘটনায় শত শত বিশ্বনেতা, রাজনীতিবিদ ও সেলিব্রিটিদের আর্থিক গোপনীয়তা উন্মোচিত হয়েছে। প্যান্ডোরার বাক্স থেকে বের হয়ে গেছে করস্বর্গ হিসেবে পরিচিত পানামা, দুবাই, মোনাকো, সুইজারল্যান্ড ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের মতো দেশ ও অঞ্চলের কোম্পানিতে বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তিরা যে অর্থ রেখেছেন ও গোপন লেনদেন করেছেন, সেই তথ্য। নতুন এই ফাঁসের ঘটনার নাম দেওয়া হয়েছে প্যান্ডোরা পেপারস। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রে বাবিসের মতো নেতাদের নাম উঠে এসেছে এতে।