বহুল আলোচিত পানামা ও প্যারাডাইস পেপার্স কেলেঙ্কারিতে জড়িত বাংলাদেশি নাগরিক ও প্রতিষ্ঠানের অর্থপাচার সংক্রান্ত তদন্তে নেতৃত্ব দেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। প্রায় বছর পাঁচেক ধরে দুর্নীতি দমন কমিশন-দুদক এই বিষয়ে তদন্ত করলেও সম্প্রতি উচ্চ আদালতের এক আদেশে যৌথ দল গঠন করার কথা বলা হয়।
পরবর্তী সময়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সিআইডির নেতৃত্বে যৌথ দল গঠন করার নির্দেশনা দেওয়া হয়। এ কারণে সিআইডির তদন্তের সঙ্গে দুদকের তিন জন কর্মকর্তাও যুক্ত থাকবেন বলে জানা গেছে। সম্প্রতি দুদক থেকে এ সংক্রান্ত নথিপত্র সিআইডিতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
সিআইডির ইকোনমিক ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার হুমায়ূন কবীর বলেন, আমরা আমাদের মতো করে অনুসন্ধান শুরু করেছিলাম। ছয়টি টিম গঠন করা হয়েছে। এরমধ্যে আজকেই (৬ জুলাই) দুদক থেকে কিছু নথিপত্র পাঠানো হয়েছে। অনুসন্ধান শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত কার্যক্রম নেওয়া হবে।