প্যানডোরার ফাঁদে ৩০০ ভারতীয়

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২১, ১৫:০০

স্বচ্ছ ভাবমূর্তির জন্য ভারতে বিশেষ নাম আছে ক্রিকেটার শচিন টেন্ডুলকরের। তার ঘনিষ্ঠ ব্যক্তিরা বলেন, যুবসমাজের ক্ষতি হতে পারে, এমন বিজ্ঞাপনও তিনি করতে রাজি হন না। সেই শচিনের নামই উঠে এসেছে প্যানডোরা পেপারস দুর্নীতিতে। বিদেশে শচিনের অবৈধ সম্পত্তি আছে বলে অভিযোগ। যদিও শচিনের আইনজীবী তা অস্বীকার করেছেন।


শচিনের বিরুদ্ধে অভিযোগ


ইন্টারন্যাশনাল কনসোরটিয়াম অফ ইনভেসটিগেটিভ জার্নালিজম (আইসিআইজে) যে রিপোর্ট পেশ করেছে, তাতে ৩০০ ভারতীয় এবং সংস্থার কথা উল্লেখ করা হয়েছে। শচিন যাদের মধ্যে অন্যতম।  এছাড়াও অন্তত ৬০ জন পরিচিত ব্যক্তির নাম আছে বলে জানা গেছে। শচিনের বিরুদ্ধে অভিযোগ, ব্রিটিশ ভার্জিনিয়া দ্বীপে তিনি বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছিলেন। যা আইন মোতাবেক বেআইনি। পানামা দুর্নীতির কাগজ বাইরে আসার পর শচিন সেই বিনিয়োগ লিকুইডেট (ভাঙিয়ে ফেলা) করেছিলেন বলে অভিযোগ। এবং পুরো প্রক্রিয়াটিই অবৈধভাবে করা হয়েছিল বলে অভিযোগ।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us