বন্দর নগরী চট্টগ্রামে খোলা ড্রেন যেনো এক মরণফাঁদ! মাত্র ৩ মাসের ব্যবধানে ড্রেনে পড়ে কমপক্ষে ৪ জন মারা গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়নি। মনে হচ্ছে, তারা যেনো ঘুমিয়ে আছেন।
কর্তৃপক্ষের চরম অবহেলার সর্বশেষ শিকার চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের স্নাতক প্রথমবর্ষের শিক্ষার্থী সেহেরিন মাহবুব সাদিয়া। গত সোমবার রাত ১০টার দিকে আগ্রাবাদের বাদামতলী এলাকার একটি খোলা ড্রেনে পড়ে গিয়ে ১৯ বছর বয়সী সাদিয়ার মৃত্যু হয়। তিনি তার নানা ও মামার সঙ্গে হেঁটে গাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় পা পিছলে ড্রেনে পড়ে যান। দমকলকর্মীরা কয়েক টন আবর্জনা সরিয়ে প্রায় ৫ ঘণ্টা চেষ্টা চালানোর পর তার মরদেহ উদ্ধার করেন।