থাইল্যান্ডে বন্যায় উত্তর ও মধ্যাঞ্চলীয় প্রদেশগুলোতে ৭০ হাজার বাড়িঘর প্লাবিত এবং ছয়জনের প্রাণহানি হওয়ায় ব্যাংককের কিছু এলাকার সুরক্ষার জন্য থাই কর্তৃপক্ষ তৎপরতা শুরু করেছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
থাই দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, গ্রীষ্মমন্ডলীয় ঝড় দিয়ানমু'র কারণে সৃষ্ট বন্যার ফলে মধ্যাঞ্চল সহ ৩০টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ উজানে বাঁধ খুলে দেয়ার পর চাও ফ্রেয়া নদীর পানির বৃদ্ধি পাচ্ছে।