বিনা ভোটে নেতা নির্বাচিত হওয়া অনেকটা গাসহা হয়ে গেছে। বিনা পরীক্ষায় পাসও আর তেমন ঘটনার পর্যায়ে নেই। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিনা পরীক্ষায় ৩৫ জনকে রাজনৈতিক বিবেচনায় ভর্তি করা নিয়ে আলোচনা-সমালোচনা তামাদি হয়ে গেছে সেই কবেই। উচ্চশিক্ষার এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-উপাচার্যরা একের পর এক নৈতিকতা বা যোগ্যতার মানদণ্ডে প্রশ্নবিদ্ধ হয়ে সেই সমালোচনাকে মামুলি করে দিয়েছেন। আমাদের উচ্চশিক্ষার শিক্ষার পাঠ-পঠনের দশা আন্তর্জাতিক কোনো র্যাংকিংয়ে কেন আসছে না- এ নিয়ে আলোচনাও অবান্তর হয়ে গেছে।
পাবলিক বা সরকারি বিশ্ববিদ্যালয়গুলো চলে মানুষের কষ্টার্জিত করের টাকায়। শিক্ষা প্রদানের আর্থিক দায়িত্ব সরকারের। আর পরিচালনার দায়িত্বে শিক্ষক-শিক্ষাবিদরা। ছাত্ররাজনীতির সহিংস রূপের পাশাপাশি শিক্ষক রাজনীতির কদর্য চেহারাও বিকশিত। ক’দিন এই শ্রেণির শিক্ষকদের ধুয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক, প্রভাবশালী মন্ত্রী ওবায়দুল কাদের।