দেশে দেখানো হচ্ছে স্টারলিংকের রিসিভার, চালু হবে কবে

প্রথম আলো প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৪, ১৬:৫৩

কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে সারা বিশ্বে ইন্টারনেট–সেবা দিচ্ছে ইলন মাস্কের স্টারলিংক। বাংলাদেশে স্টারলিংকের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট–সেবা চালু নেই। তবে চালু করার কাজ চলছে। এরই মধ্যে রাজধানীর বিসিএস কম্পিউটার সিটিতে স্টারলিংক রিসিভার প্রদর্শন করা হচ্ছে। সেই রিসিভার নিয়ে বেশ আগ্রহ তরুণ প্রজন্মের ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে। বিসিএস কম্পিউটার সিটিতে রায়ানস কম্পিউটারে স্টারলিংক দেখতে এসেছেন ফ্রিল্যান্সার হাসিবুল ইসলাম। তিনি বলেন, ‘অনেক দিন ধরেই স্টারলিংকের কথা জানি। দেশে কবে আসবে, সেই অপেক্ষায় আছি। চোখে দেখতে এসেছি।’ আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে চলমান মেলা উপলক্ষে রায়ানস কম্পিউটার এই পণ্য এনেছে। ১১ নভেম্বর শুরু হওয়া এই মেলা চলবে ১৬ নভেম্বর পর্যন্ত।

স্টারলিংক বিশ্বের প্রথম ও বৃহত্তম কৃত্রিম উপগ্রহনির্ভর নক্ষত্রমণ্ডল। এই নেটওয়ার্ক স্ট্রিমিং, অনলাইন গেমিং, ভিডিও কলসহ নানা কাজের জন্য ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ করে। পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থিত বিভিন্ন স্যাটেলাইটের নেটওয়ার্ক ব্যবহার করে স্টারলিংক। স্টারলিংক স্যাটেলাইট স্পেসএক্সের মহাকাশযানে করে পাঠানো হয়। স্টারলিংক সারা বিশ্বের ব্যবহারকারীদের কাছে উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করে। রায়ানস কম্পিউটারের জ্যেষ্ঠ নির্বাহী মোস্তফা জামান প্রথম আলোকে বলেন, ‘প্রদর্শনের জন্য যন্ত্রটি রাখা হয়েছে। বাংলাদেশে এখনো স্টারলিংক ব্যবহার বা কেনার সুযোগ নেই। এটি দেখতে তরুণেরা আমাদের দোকানে আসছেন। আমরা আশা করছি দ্রুত বাংলাদেশে স্টারলিংক সেবা চালু হবে।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us