রাজশাহীতে ট্রাকচাপায় এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে পবা উপজেলায় বড়গাছি রাজ কোল্ড স্টোরের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত কলেজ শিক্ষকের নাম মাসুদ রানা (৩৫) । তিনি বড়গাছি এলাকার মুত বছির উদ্দিন খানের ছেলে। মোহনপুর ধোপাঘাটা ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মনির জানান, কলেজশিক্ষক মাসুদ রানা একটি মোটরসাইকেলে চড়ে নওহাটা বাজারের দিকে যাচ্ছিলেন। রাজ কোল্ড স্টোরের সামনে এলে বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক চাপায়ৃ ঘটনাস্থলেই মারা যান মাসুদ রানা। মোটরসাইকেলে থাকা তার সঙ্গী গুরুতর আহত হয়েছেন।