কোম্পানিগুলোর কমিশন ২৫ শতাংশ থেকে কমিয়ে আনা, পুলিশি হয়রানি বন্ধসহ ছয় দফা দাবিতে মঙ্গলবার সারা দেশে ধর্মঘট ডেকেছে অ্যাপভিত্তিক রাইড শেয়ারের গাড়িচালকরা। ‘অ্যাপ বেইজড ড্রাইভারস ইউনিয়ন অব বাংলাদেশ’ সংগঠনের ব্যনারে এই কর্মসচি আহ্বান করা হয়েছে।তারা ধর্মঘট করলেও মঙ্গলবার উবার, পাঠাওয়ের মতো অ্যাপে গাড়ি কিংবা মোটর সাইকেল পেতে ভোগান্তিতে পড়তে হবে নগরবাসীকে; যদিও অনেক ব্যক্তিগত গাড়ি রাইড শেয়ারে চলে বলে চালকদের সংঘবদ্ধ হওয়ার নজির দেশে এখনও তেমন চোখে পড়েনি।