পুলিশের ওপর ক্ষুদ্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন

ডেইলি স্টার প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৯

রাজধানীর বাড্ডা এলাকায় পুলিশ মামলা দিতে চাইলে রাইড শেয়ারিং অ্যাপস পাঠাওয়ের এক চালক ক্ষুদ্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন। সূত্র জানিয়েছে, পাঠাও চালক সাখাওয়াত আলী (৪৬) মহামারিতে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন।


সোমবার সকালের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওচিত্রে দেখা যায়, ওই মোটরসাইকেল চালক মামলা সংক্রান্ত বিষয়ে ক্ষুব্দ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এই প্রতিক্রিয়ায় তিনি নিজের মোটরসাইকেলে পেট্রোল ছড়িয়ে আগুন দেন। আশেপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করলে ওই চালক বাধা দেন।


বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ দ্য ডেইলি স্টারকে জানান, 'ওই ব্যক্তি রাজধানীর লিংক রোড এলাকায় ট্রাফিক আইন অমান্য করায়, দায়িত্বরত একজন ট্রাফিক সার্জেন্ট তার কাগজপত্র দেখতে চান। পরে তিনি ক্ষুব্দ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।'


তিনি বলেন, 'মোটরসাইকেল ও চালককে আমরা থানায় এনেছি। তাকে আটকের জন্য বা কোনো আইনি প্রক্রিয়ার জন্য থানায় নিয়ে আসিনি। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us