তুরস্কের প্রেসিডন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, রাশিয়ার কাছ থেকে আরেক দফা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার কথা ভাবছে আঙ্কারা। ন্যাটো মিত্র যুক্তরাষ্ট্রের দৃঢ় আপত্তির পরও এই বিবেচনা করছে তুরস্ক।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান দাবি করেছেন, তুরস্ক নিজের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে সিদ্ধান্ত নেবে স্বাধীনভাবে।এরদোয়ান বলেছেন, তুরস্ককে যুক্তরাষ্ট্র নির্মিত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কেনার সুযোগ দেওয়া হয়নি। এমনকি ১৪০ কোটি ডলার পরিশোধ করার পরও যুক্তরাষ্ট্র এফ-৩৫ জঙ্গিবিমান সরবরাহ করেনি।