বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন, অপেক্ষা বরের । বর এলেই আনুষ্ঠানিকতা শেষে নবম শ্রেণির ছাত্রীকে পাঠানো হবে শ্বশুরবাড়ি। কিন্তু সেই মুহূর্তে বিয়ে বাড়িতে পুলিশ সদস্যদের নিয়ে হাজির হলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মহসীন। পুলিশ আসার খবরে বর পক্ষ আর আসেনি। বিয়েও হয়নি। শ্বশুর বাড়ির পরিবর্তে সেই কিশোরীকে বিদ্যালয়ে পাঠানোর দায়িত্ব ছিলেন ওসি।