যমজ সন্তানে জন্ম দেওয়ার আকাঙ্খা সব বাবা-মায়ের মধ্যেই থাকে। তবে সবার গর্ভে তো আর যমজ সন্তান জন্ম নেয় না! অনেকে আশা করে যমজ সন্তানের বাবা-মা হবেন তবুও তারা পান না আবার অনেকে না চাইতেও পেয়ে যান।
অনেকের মনেই প্রশ্ন থাকে, কীভাবে যমজ সন্তান হয় বা কী করলে যমজ সন্তান গর্ভে আসবে? আসলে যমজ সন্তান হওয়ার বিষয়টি বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে।