জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের দ্বিতীয় দিনে করোনা মহামারি প্রতিরোধের আলোচনা ছাপিয়ে রাজনৈতিক উত্তেজনা প্রবল হয়। মার্কিন সরকারের নিষেধাজ্ঞাকে অঘোষিত যুদ্ধের সঙ্গে তুলনা করেন ইরানি প্রসিডেন্ট ইব্রাহিম রাইসি। আফগানিস্তান ও সিরীয় সংকটের কারণে সৃষ্ট শরণার্থী ইস্যুতে উদ্বেগ জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ইউএন নিউজ ও এনডিটিভি তাদের পৃথক প্রতিবেদনে ইরান ও তুর্কি প্রেসিডেন্টের বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।