সেটা ছিল আমার দ্বিতীয়বার ইউরোপ অঞ্চলে যাত্রা। পেশাগত প্রয়োজনে একটি কনফারেন্সে যোগ দিতে বার্লিনে। ভ্রমণে পর্যাপ্ত দক্ষতা, রুচি কিংবা সক্ষমতা—কোনোটিই তখনো আমার তেমন একটা তৈরি হয়ে ওঠেনি। কিন্তু উচ্ছ্বাসের কোনো কমতি ছিল না। বার্লিনে চার দিনের একটি কনফারেন্স শেষ করে আমি এয়ার ফ্রান্সের একটি বিমানে উঠে পড়ি প্যারিসের উদ্দেশে। ২০০ ইউরো গুনতে হয় তার জন্য! তখনো কম খরচে ইউরোপের বিমানে চড়ার দক্ষতাও রপ্ত করতে পারিনি।