১৩২১ অভিযোগের ১২৩০টি নিষ্পত্তি

বার্তা২৪ প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৩:২৯

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভূয়া আইডি থেকে হঠাৎ রাজশাহীর এক তরুণীর আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ে। উপায় না পেয়ে পুলিশের দারস্থ হন ওই তরুণী। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিট খুঁজে বের করে নওগাঁর মহাদেবপুরের বাসিন্দা শাফিউল ইসলামকে। ভূয়া আইডি থেকে আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগে তাঁকে গ্রেপ্তারও করা হয়। প্রতিকার পান ওই তরুণী।


 

এটি চলতি বছরের মে মাসের ঘটনা। তবে একবছরে এ রকম ব্ল্যাকমেলসহ ১ হাজার ৩২১টি অভিযোগ পেয়েছে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট। এরমধ্যে ১ হাজার ২৩০টি অভিযোগেরই নিষ্পত্তি হয়েছে। অভিযোগ নিষ্পত্তির এই হার ৯৩ শতাংশেরও উপরে। গত ১৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠার এক বছর পূর্ণ করেছে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট। আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক যোগ দেওয়ার সাতদিন পরই পুলিশের এই ইউনিট গঠন করেছিলেন। এখন আরএমপির সক্ষমতা অনেক বেড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us