দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকার বিভিন্ন ক্লাবে খেলার আড়ালে জুয়া, ক্যাসিনো চলছিল। দেখেও দেখছিল না কেউ। অবশেষে ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর রাজধানীর ফকিরেরপুল এলাকায় ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবে প্রথম ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই দিন অভিযান চলে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে। উন্মোচিত হতে থাকে ঢাকার ক্লাবপাড়ার অন্ধকার জগতের ভয়ংকর নানা দিক।
২০ সেপ্টেম্বর কলাবাগান ক্রীড়া চক্র ও ধানমন্ডি ক্লাব এবং ২২ সেপ্টেম্বর আরামবাগ ক্রীড়া সংঘ, দিলকুশা স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাবেও ক্যাসিনোবিরোধী অভিযান চলে। জাতীয় পর্যায়ে বিভিন্ন খেলায় নিয়মিত অংশ নেওয়া এমন ৯টি ক্লাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলে।