পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলোর চাপের মুখে সড়ক পরিবহন আইন-২০১৮ পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। সড়ক পরিবহন আইন-২০১৮ এর প্রয়োগ শুরু হওয়ার মাত্র ২২ মাস পরই আইনের কয়েকটি ধারায় পরিবর্তন আনা হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যক্তি-সংগঠনের যাচাই-বাছাই ও গণমতামতের জন্যে প্রস্তাবিত আইনের খসড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আইনের ধারাগুলো পরিবর্তিত হলে এর মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা কতটুকু সম্ভব হবে?
সড়ক পরিবহন আইন-২০১৮ এর তড়িঘড়ি পরিবর্তনের সরকারি আয়োজন নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয়েছিল একটি প্রতিবেদন। আজকের স্টার নিউজ প্লাসে থাকছে প্রতিবেদনটির সারসংক্ষেপ।