মন্থর উইকেট হোক বা স্পিন ট্রাক, টান ১০টি টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের পারফরম্যান্স প্রশ্নবিদ্ধ। অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ড সিরিজ, একমাত্র মাহমদুউল্লাহ রিয়াদের একটি ফিফটি ছোঁয়া ইনিংস বাদ দিলে সুবিধা করতে পারেননি কেউই। উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে না পারার আক্ষেপে পুড়তে হয়েছে। স্বাভাবিকভাবেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভাবাচ্ছে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের ফর্ম।
তবে বরাবরের মতো এই দুই সিরিজে ব্যাটসম্যানদের দায়িত্ব বা ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলতে মানা করলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। রোববার রাজধানীর একটি হোটেলের ডিবিএল টাইলসের শুভেচ্ছা দূত হিসেবে দায়িত্ব বুঝে নিতে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব জানালেন, ব্যাটসম্যানদের ভুল না ধরে ভালোর দিকে নজর দেন।