বন্যায় প্লাবিত দেড় শতাধিক স্কুল, ক্লাসে ফেরা নিয়ে শঙ্কা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২১, ১০:২৫

স্কুল খুলছে এমন খবর পেয়ে সিরাজগঞ্জ পৌর এলাকার বিয়ারা ঘাট এলাকার চরসাপড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর দ্বিতীয় শ্রেণির ছাত্র আকাশ শেখ এসেছিলেন তার স্কুলটি দেখতে। সঙ্গে ছিল তার দুই সহপাঠী সিরাতুল মুস্তাকিম জিহাদ আর মো. আকাশ। নৌকায় করে স্কুল দেখতে এসে হতবাক তারা। স্কুলের চাল সমান পানি উঠেছে। সদ্য পানি থেকে জেগে ওঠা স্কুল ঘরের টিনের চালে বসে আংশিক ডুবে থাকা স্কুলের সাইনবোর্ডের দিকে খানিকক্ষণ নিষ্পলক তাকিয়ে থাকে আকাশ। এ সময় সঙ্গে থাকা তার দুই সহপাঠী বলে ওঠে, ‘হয়তো স্কুল এবারেও খুলবেনা।’


একই অবস্থা জেলার শতাধিক বিদ্যালয়ের। সিরাজগঞ্জে যমুনা, ইছামতি ও ফুলজোড় নদীর পানি কমতে শুরু করেছে। এতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ, শ্রেণিকক্ষ আর রাস্তাঘাট এখনও পানির নিচে সেসব বিদ্যলয়ের শিক্ষার্থীদের ক্লাসে ফেরা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us