‘মেয়ে হয়ে জন্ম নেওয়া যে কত কষ্টের’—এই উক্তিটি করা হয় ভারতীয় চলচ্চিত্রকার মৃণাল সেনের ‘একদিন প্রতিদিন’-ছবিতে। কর্মজীবী এক নারী মাঝেমধ্যে রাতে দেরি করে বাসায় ফিরত। এই নিয়ে পাড়াপড়শিদের সে-কী কানাঘুষা আর ফিসফাস! এতে তার পরিবারের রাতভর এক অস্বস্তিকর অবস্থার কথা তুলে ধরা হয়েছে ছবিটিতে।
আমাদের সমাজে কানকথা পাঁচকান করা অনেক মানুষের মজ্জাগত দোষ। নিষ্কর্মা মানুষের অবসর কাটানোর জন্য এর চেয়ে যুঁতসই কাজ আর তাদের নেই। এতে মজাও পায় বিয়ের বোরহানির মতো। সংগত কারণে, বাঙালি নারী কানাঘুষা হজম করায় অভ্যস্ত। প্রকান্তরে মিথ্যা বানোয়াট বিষয়টাকেও সত্য মেনে নিতে বাধ্য করা হয়। প্রবাদ আছে, দশচক্রে ভগবান ভূত!