পরিকল্পনা ও পরিণামহীন উন্নয়নের বলি হয়েছে চট্টগ্রামের অনেক ঐতিহ্য। যা কিছু অবশিষ্ট আছে, তা-ও ধ্বংস করার এক অশুভ প্রতিযোগিতা যেন শুরু হয়েছে। চট্টগ্রামের লালদীঘিপাড়ে অবস্থিত শতাব্দীপ্রাচীন একটি গ্রন্থাগারও এখন ঐতিহ্যখেকোদের কবলে পড়েছে। এই গ্রন্থাগারের মালিক চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। পত্রিকার খবরে বলা হয়েছে, বর্তমানে কর্তৃপক্ষ এই গ্রন্থাগারের পরিসর ছোট করার উদ্যোগ নিয়েছে। এই খবর চট্টগ্রামের পাঠক, লেখক ও ঐতিহ্যপ্রেমীদের খুবই হতাশ করেছে।