জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট অব্যাহত রাখার বিষয়ে মতভেদ তৈরি হয়েছে বিএনপিতে। দলটির স্থায়ী কমিটির সদস্যদের কেউ-কেউ জোটের পক্ষে অবস্থান নিলেও অধিকাংশ ‘একক রাজনৈতিক’ শক্তি গড়ে তোলার পক্ষে। আর এ নিয়েই শনিবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত স্থায়ী কমিটির নিয়মিত ভার্চুয়াল বৈঠকে উত্তাপ ছড়িয়েছে।
শনিবার অনুষ্ঠিত বৈঠক নিয়ে বিএনপির স্থায়ী কমিটির অন্তত তিন সদস্যের সঙ্গে বাংলা ট্রিবিউনের আলাপ হয়। তাদের বক্তব্যেও জোট রাজনীতির লাভ-লোকসানের প্রসঙ্গটি উঠে আসে।