গণমাধ্যমে বিভীষণ

বাংলা ট্রিবিউন তুষার আবদুল্লাহ প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৭

আমি লজ্জিত। নিজ সহকর্মীদের নিয়ে। পেশার মানুষদের বোকামি দেখে। গণমাধ্যমকে কীভাবে পুষ্টিহীন করে তুলছে পেশার মানুষেরাই। গণমাধ্যমকে বিকলাঙ্গ করার জন্য বাইরের শত্রু’র প্রয়োজন নেই। নিজ ঘরেই আছে বিভীষণ। এখানে স্বীকার করতে হবে সকলে সাংবাদিকতা করতে এই পেশায় আসেননি। আবার নিজ যোগ্যতায় ফোলা আঙুল হননি সকলে। পরজীবী অর্কিড হয়েই কেউ কেউ ফুটে আছেন। যোগ্যতার ঘাটতিতে থাকা মানুষেরা ধীরে ধীরে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে।


লক্ষ্য, যোগ্যদের কোণঠাসা করা। যোগ্যদের সহজ-সরল সৃজনশীল বিস্তার ঘটানোই তাদের মিশন। আজকাল প্রমাণ বা বাস্তবের সঙ্গে কোনও যোগাযোগ না থাকলেও কারও নামের সঙ্গে, কাজের সঙ্গে মিথ্যের লেবাস এঁটে দেওয়া সহজ। সেই কাজটি একে-অপরের বিরুদ্ধে দিব্যি করে যাচ্ছি আমরা। প্রবাসে বসে দেশে সাংবাদিকতা যারা করছেন, তাদের বিরুদ্ধে কুৎসা বচন চালিয়ে যাচ্ছেন। আর দেশের ভেতরেও একে-অপরের বিরুদ্ধে যেন ‘জেহাদে’ নেমে পড়েছি আমরা। সাংবাদিকতা আড়াল হয়ে যাচ্ছে নিজেদের ভেতরকার সাংঘর্ষিক আবহাওয়ায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us