বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এমন সৌভাগ্য কজন ক্রিকেটারের হয়েছে? আঙুলের কর গোনার প্রয়োজন পড়বে না। যারা টাইগার ক্রিকেট নিয়ে একটুআধটু খোঁজখবর রাখেন, তারা নিমিষেই বলে দিতে পারবেন মাঠ থেকে ঘটা করে অবসর নিতে পারা বাংলাদেশ দলের ক্রিকেটারের নাম। এই সৌভাগ্য একজনেরই আছে, তিনি মাহমুদউল্লাহ রিয়াদ। না, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেননি তিনি। তবে টেস্ট ফরম্যাট থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন এই অলরাউন্ডার।
দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেই জিম্বাবুয়ের হারারেতে ১৫০ রানের রাজসিক এক ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। সেটি ছিল তার ৫০তম টেস্ট। এই দেড়শ রানের ইনিংসটিই তার সাদা পোশাকের ক্যারিয়ারে সেরা ইনিংস। অথচ প্রত্যাবর্তনের এমন ছবি একেও বিষাদে ভরিয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেটকে, হারাতে টেস্টে সেঞ্চুরির পর ড্রেসিংরুমে সরীর্থদের জানিয়ে দেন টেস্ট ক্রিকেট ছাড়ার কথা। দীর্ঘদিন পর মাহমুদউল্লাহর অবসর ইস্যুতে নাটক জমেছে বেশ। বলতেই হয়, শেষ হয়েও হইল না শেষ!