চিত্রনায়ক সালমান শাহ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া চূড়ান্ত প্রতিবেদনটির ওপর নারাজি দেওয়ার জন্য শেষবারের মতো সময় পেলেন তার মা নীলা চৌধুরী।
মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের দিন ধার্য ছিল। এদিন মামলার বাদী সালমান শাহের মা লন্ডনে থাকায় সময়ের আবেদন করেন তার আইনজীবী ফারুক আহম্মেদ। আদালত শেষবারের মতো সালমান শাহের মায়ের আবেদন মঞ্জুর করে শুনানির জন্য ৩১ অক্টোবর নতুন দিন ধার্য করেন।