জাপানে বিচিত্র কিছু ব্যাংক আছে। জাপানে টিনএজার মেয়ে এবং বিয়েবহির্ভূত নারীদের সন্তান জম্মের পর মেরে না ফেলে গোপনে রেখে আসার ব্যাংক আছে। সেখানে লালন-পালন করার সব রকম ব্যবস্থা আছে। মায়ের দুধ সংরক্ষণ করার ব্যাংকও আছে। ইচ্ছা করলে কোনো মা তার বুকের দুধ ব্যাংকের মাধ্যমে অন্য শিশুকে দিতে পারেন। জাপানে পুরুষের স্পার্ম সংরক্ষণ করার জন্যও ব্যাংক আছে। একই সঙ্গে আছে জাপানে বিদেশি পিতার সন্তানের অধিকার ফিরে পাওয়ার নিরলস প্রচেষ্টা। এমনকি অনশন ধর্মঘটেরও উদাহরণ রয়েছে। টোকিওতে অলিম্পিক শুরুর সময় ফ্রান্সের এক নাগরিক একটানা ২০ দিন অনশন ধর্মঘট পালন করেন। তার অসুস্থ হয়ে পড়ার সংবাদ অনেকের দৃষ্টি আকর্ষণ করে। তার এ অনশনে যাওয়ার কারণ দুই সন্তানকে নিয়ে জাপানি স্ত্রীর (সাবেক) গায়েব হয়ে যাওয়া।