হিসাব করতে অঙ্ক লাগে, অঙ্ক ছাড়া হিসাব হয় না। এই অঙ্ক আবার এমন এক শাস্ত্র যেখানে ফাঁকি চলে না। সহজ উদাহরণ হিসেবে এ কথা বহুল প্রচলিত যে, দুই আর দুইয়ে চার হয়। কিন্তু ছোটবেলায় হয়তো সবাই এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে, দুই আর দুই মিলে কখন পাঁচ হয়? কৌতুক মেশানো উত্তরটাও প্রায় সবারই জানা, যখন অঙ্ক ভুল হয়। কারণ অঙ্কে ভুলের স্থান নেই। কিন্তু অঙ্কে না থাকলেও জীবনের এবং রাজনীতির হিসাবে ভুল করা, ভুল বোঝানো এবং ভুল দেখানো চলে আসছে যুগ যুগ ধরে। রাজনীতি এবং অর্থনীতি দুই ক্ষেত্রেই সংখ্যার খেলা শুধু নয় সংখ্যার ভেলকি দেখে আসছে মানুষ। যাকে অনেক সময় প্যাঁচ বলে আখ্যায়িত করা হয়। যেমন বলা হচ্ছে ফসলের দাম বেশি তাই কৃষকরা এখন বেশি লাভ করছেন।