রাজবাড়ীতে পানিবন্দী সাড়ে ৭ হাজার পরিবার

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ২৩ আগস্ট ২০২১, ১৫:৩২

রাজবাড়ীতে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে জেলার ৪টি উপজেলার ১১টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় সাড়ে ৭ হাজার পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। ফলে তাদের বিশুদ্ধ খাবার পানি ও রান্না-বান্না নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আজ সোমবার দুপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক এ তথ্য নিশ্চিত করেন।


রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দের দৌলতদিয়া গেজ স্টেশনে পদ্মা নদীর পানি ৩ সেন্টিমিন্টার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবহিত হচ্ছে। পাংশার সেনগ্রাম গেজ স্টেশনে পদ্মার পানি ৩ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার ৭৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে সদর উপজেলার মহন্দ্রেপুর গেজ স্টেশনে পদ্মা নদীর পানি স্থিতিশীল অবস্থায় রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us