অ্যানোরেক্সিয়া এবং বুলিমিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখার দশম শ্রেণির শিক্ষার্থী সহপাঠী-শিক্ষকদের বুলিংয়ের (অসৌজন্য-অশালীন আচরণ, উপদ্রব, নির্যাতন, উৎপীড়ন) শিকার হয়েছিল কিনা, তা তদন্তের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। ঢাকার জেলা শিক্ষা কর্মকর্তাকে আগামী ৬০ কর্মদিবসের মধ্যে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।