আশার বাণী শোনা যাচ্ছিল আফগান ক্রিকেট বোর্ডে। বোর্ডের প্রধান কার্যনির্বাহী হামিদ শিনওয়ারিই তো বলেছিলেন, তালেবানরা ক্রিকেট ভালোবাসে, এতে কোনো ক্ষতিই হবে না। তবে দিন চারেকের মধ্যে পরিস্থিতিতে এলো নেতিবাচক পরিবর্তন। বৃহস্পতিবার কাবুলে বোর্ডের সদর দপ্তরে ঢুকে পড়েছে দখলদার বাহিনী। সেই ছবি রীতিমতো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।
সেই ছবিতে দেখা যাচ্ছে, সেই বাহিনীর সঙ্গে দেশটির সাবেক ক্রিকেটার ক্রিকেটার আবদুল্লাহ মাজারিও আছেন। আরও দেখা মিলেছে, হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সদর দপ্তরের কনফারেন্স হলের দখল নিয়েছে তালেবানরা। এর আগ পর্যন্ত কেবল দেশের রাজপথে অস্ত্র হাতে টহল দিচ্ছিল তালেবানরা। এবার তার প্রভাব এলো দেশটির আফগান ক্রিকেট সংস্থাতেও।