২০ অগাস্ট হল বিশ্ব মশা দিবস (World Mosquito Day)। বর্ষা এলেই মশার উপদ্রবও বাড়ে। আর্দ্র আবহাওয়ায় মশাদের বাড়বাড়ন্ত। এমন সময় আমরা মশার হাত থেকে মুক্তি পেতে ভরসা করে থাকি, রেপেলেন্ট, কয়েল বা স্প্রের ওপর। কিন্তু মশা মারার এই সমস্ত ওষুধই তৈরি হয় নানান ভারী রাসায়নিক ব্যবহার করে। সে ক্ষেত্রে এই রাসায়নিকগুলি বাড়িতে বসবাসকারী সদস্যদেরও ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এর ফলে অনেকের শ্বাসকষ্ট বা মাথাব্যথার সমস্যা দেখা দেয়।