ভবিষ্যতে আফগানিস্তানের উন্নয়নে অবদান রাখতে পারে চীন। বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিজিটিএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তালেবান মুখপাত্র সুহাইল শাহিন।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোতে এরইমধ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে, দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি তালেবানকে স্বীকৃতি দিতে পারে। এ ব্যাপারে চীনা নাগরিকদের মধ্যেও ইতিবাচক মনোভাব তৈরির চেষ্টা করা হচ্ছে।
গত মাসেই সফররত তালেবান প্রতিনিধি দলের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো বেশ কিছু ছবি ফলাও করে প্রচার করা হয়েছে। তালেবান কাবুল দখলের পর এরইমধ্যে দলটির নেতৃত্বাধীন আফগানিস্তানের নতুন সরকারের সঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছে বেইজিং। সূত্র: আল জাজিরা, ডেইলি মেইল।