তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। কখনোই তাকে টেলিভিশনের পর্দায় দেখা যায়নি। গোষ্ঠীটির হয়ে আড়ালে থেকেই নিজের কণ্ঠ এবং বার্তা পাঠিয়ে আসছিলেন এতদিন। সব রহস্য ছাপিয়ে মঙ্গলবার প্রথমবার সংবাদ সম্মেলনে আসেন তিনি।
গতকাল তালেবানের সংবাদ সম্মেলনের দিকে চোখ ছিল গোটা বিশ্বের। কী বার্তা দিতে যাচ্ছে রাজধানী কাবুল দখল নেওয়া তালেবান। এ নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। ফোনের অপর প্রান্ত থেকেই কেবল কণ্ঠস্বরই শোনা যেত তার, বছরের পর বছর ধরে আড়ালে থেকেই তালেবানের কাজ পরিচালনা করে আসছিলেন মুজাহিদ।