এই সময় ডিজিটাল ডেস্ক: পৌরাণিককাল থেকেই রাখী বন্ধন উৎসব ঘিরে একাধিক কথা প্রচলিত রয়েছে। বহু ঐতিহাসিক ঘটনাও এর সঙ্গে জড়িত। শ্রাবণ মাসের শুক্লপক্ষে রাখী বন্ধন উৎসব পালিত হয়। পৌরিণিক কাহিনি অনুযায়ী, এই তিথিতে মহারাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণের শশুপালবধ নিয়ে একটি অধ্যায় প্রচলিত রয়েছে। এমন তিথিতে সেই সময় শ্রীকৃষ্ণের রক্তাক্ত কাটা হাতে নিজের ওড়নার বেঁধে দেন দ্রৌপদী। উৎসবের সঙ্গে চলে গিফটের পালা।