মৌসুমী বায়ুর প্রভাবে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। এর বেড়ে যাচ্ছে নদ নদীর পাঞ্জ। নদী অববাহিকার বহু এলাকা এখন প্লাবিত হচ্ছে। আগামী ২৪ ঘন্টায় দেশের রাজবাড়ী ও ফরিদপুর জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। তিস্তা নদীর ডালিয়া পয়েন্টের পানি এখন বিপৎসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক কর্মকর্তা জানান, মৌসুমী বায়ুর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও ভারী বৃষ্টির কারণে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অনেক নদী অববাহিকার অনেক এলাকায় বন্যার কবলিত হয়েছে। আরো কিছু এলাকায় প্লাবিত হবার শংকা দেখা দিয়েছে।