পাহাড়ি ঢলে তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে চর এলাকায় শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ছে। সঙ্গে দেখা দিয়েছে ভাঙন। সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পয়েন্টে ৫২ দশমিক ৬৫ সেন্টিমিটার পানিপ্রবাহ রেকর্ড করা হয়। ব্যারাজ রক্ষায় ৪৪ গেট খুলে দেয়া হয়েছে। স্থানীয়রা জানান, হাতীবান্ধা ও আদিতমারী উপজেলায় তিস্তায় পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চল ও নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে।