ক্ষমতাসীন জোটের কোন্দলে পার্লামেন্টে সমর্থন হারানোর পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন ও তার মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগপত্র জমা দিয়েছেন রাজার কাছে। রয়টার্স জানিয়েছে, মালয়েশিয়ার রাজা সুলতান আব্দুল্লাহ সোমবার পদত্যাগপত্র পাওয়ার পর মুহিউদ্দিন ইয়াসিনকেই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে বলেছেন। রাজপ্রাস্তাদ ইস্তানা নেগারা থেকে বলা হয়েছে, নির্বাচনের জন্য এটা ভালো সময় নয়।