বঙ্গবন্ধু হত্যার বিচার এখনও অসম্পূর্ণ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৫ আগস্ট ২০২১, ১৬:১৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার বিচার এখনও অসম্পূর্ণ। জঘন্য এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গুটিকয়েক সেনা কর্মকর্তার বিচার হলেও পেছনের পরিকল্পনাকারীদের বিষয়ে কোনোকিছু পরিষ্কার হয়নি। এমনটিই মনে করেন দেশের বিশিষ্টজনরা। তারা বলছেন, বিভিন্ন প্রভাবশালী দেশের ইন্টেলিজেন্স রিপোর্টগুলো কী ধরনের ইঙ্গিত দিয়েছিল, সে রিপোর্টে কাদের নাম এসেছিল, সেগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখা দরকার। 


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এ প্রসঙ্গে বলেন, ‘আপাত দৃষ্টিতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে। হত্যাকারীদের কারও কারও শাস্তি হয়েছে। কেউ কেউ পালিয়ে আছে। এই যে একটা পরিস্থিতি, এতে সন্তুষ্টির কিছু নেই। জাতি হিসেবে এটা হলো আমাদের দায়িত্ব পালন। বঙ্গবন্ধু জাতির জনক। তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ হত্যাকাণ্ড সাধারণ হত্যাকাণ্ড নয়। সপরিবারে একজন জাতির জনককে হত্যা করা হয়েছে। যিনি সেই সময় সরকারপ্রধান, রাষ্ট্রপ্রধান। অতএব এখানে বিচার হওয়াটা, শাস্তি হওয়াটা সাংবিধানিক বিধান। এ দায়িত্ব আমরা বহুদিন পালন করতে পারিনি। সাংবিধানিক অর্ডিন্যান্স জারি করে কলঙ্কিত করা হয়েছিল। সেখান থেকে মুক্ত হয়ে একটি পরিস্থিতিতে আমরা এসেছি। এটি সন্তুষ্টির বিষয় নয়। বিষয়টি দায়িত্ব পালনের।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us