লম্বা চুলে নারীকে আরও বেশি মায়াবতী লাগে, সন্দেহ নেই। তবে সবার চুল একইভাবে লম্বা হয় না। অনেকের ক্ষেত্রে দেখা যায়, চুল কিছুটা লম্বা হওয়ার পর আর বাড়তে চায় না। এজন্য দায়ী হতে পারে আমাদের খাদ্যাভ্যাস, জীবনযাপন, অযত্ন ইত্যাদি। ত্বকের মতো চুলের যত্নেও হতে হবে সমান সচেতন।
চুলে রাসায়নিক সামগ্রী ব্যবহার থেকে বিরত থাকুন। চুলের যত্নের জন্য বেছে নিন প্রাকৃতিক উপাদান। সেইসঙ্গে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন। তিন ধরনের তেল চুলের বৃদ্ধি দ্রুত করে। পাশাপাশি ভালো রাখে চুলের স্বাস্থ্য। চলুন জেনে নেওয়া যাক এই তিন ধরনের তেল সম্পর্কে-