গাইবান্ধায় সম্প্রতি ঘটে যাওয়া চাঞ্চল্যকর সাত হত্যা মামলার ২৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে পাঁচটি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা হয়েছে।
শনিবার (১৪ আগস্ট) বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তিনি বলেন, গত ৫ আগস্ট সদরের কামারজানির চরে হাত-পা বাঁধা অবস্থায় নান্নু মিয়া নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এছাড়াও ফুলছড়ির সুজন মাঝি নিখোঁজের ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া আসামিরা ১৬৪ ধারায় জবানবন্দিতে সুজন মাঝিকে নদীতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন।