নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় শিশু জন্মের এক থেকে ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করলেই মিলছে উপহার। পৌর মেয়র ব্যক্তিগতভাবে প্রতি শিশুর জন্য নগদ পাঁচশ টাকা করে উপহার দিচ্ছেন। তার দেওয়া এ উপহার পেয়ে খুশি মনে বাড়ি ফিরছেন নবজাতক শিশুর বাবা-মা।
পৌরসভা সূত্রে জানা যায়, পৌর নাগরিকদের শিশুর জন্মনিবন্ধনে উদ্বুদ্ধ করতে মেয়র নিজস্ব অর্থায়নে উপহার দেওয়ার ঘোষণা দেন। পৌরসভার বাসিন্দারাও তাতে সাড়া দিয়ে স্বতঃস্ফূর্তভাবে সন্তানের জন্মনিবন্ধন করাচ্ছেন। সোমবার পৌরসভায় জন্মনিবন্ধন শেষে মেয়র মাজেদুল বারী নয়নের সভাপতিত্বে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি বেশ কয়েকটি দম্পতির হাতে এ উপহার তুলে দেন।