জার্মানির স্যাক্সনি রাজ্যের ফ্রাইব্যার্গ শহরের এক বাগানে এলোমেলোভাবো সাজানো গাছপালাগুলির আসলে বিশেষ ক্ষমতা রয়েছে৷ অত্যন্ত ভেবেচিন্তে সেগুলি বাছাই করা হয়েছে৷ জীববিজ্ঞানী হিসেবে ড. অলিভার ভিশে বলেন, ‘‘আমরা এখানে যেটা করছি, তার নাম ফাইটোমাইনিং, অর্থাৎ গাছপালার খনি৷ এর অর্থ, ভুট্টার মতো সাধারণ গাছের সাহায্যে মাটি থেকে জার্মেনিয়াম, রেয়ার আর্থ, গ্যালিয়াম, তামা এবং দস্তার মতো লাভজনক উপকরণ আহরণ করতে চাই৷'' যে মাটিতে সোনা ফলে অস্ট্রেলিয়ান আউটব্যাক নীল আকাশ, লালমাটির ঢাল৷ দূরে মাইলের পর মাইল কৃত্রিম পাহাড়ের সারি৷ সর্বত্র মাইনিং-এর চিহ্ন, কোথাও ফেলে যাওয়া খনি, কোথাও সবে খোঁড়া শুরু হয়েছে৷ সর্বত্রই খনির কাজ৷ যে মাটিতে সোনা ফলে ধরিত্রীর বুক খুঁড়ে সোনা পশ্চিম অস্ট্রেলিয়ার ইতিহাসের অঙ্গ৷