প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যে জাতির জন্য আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এতো ত্যাগ স্বীকার করলেন, বছরের পর বছর জেল খাটলেন, পাকিস্তানিরা বাবাকে ফাঁসিতে ঝোলাতে চেয়েছে। বাবা এ জাতিকে একটি স্বাধীন দেশ ও একটি পতাকা দিলেন, স্বাধীনতার পরে সীমিত সম্পদ দিয়ে দেশ গঠনের উদ্যোগ নিলেন, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীকে গঠন করার কাজ শুরু করলেন, সেই দেশের মানুষ, কিছু দুষ্কৃতকারী বাবাকে হত্যা করল—এটি ভাবতেই অবাক লাগে।’ জাতির পিতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মদিন উপলক্ষে আজ বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।