আজ ৪ আগস্ট। আলোচিত পিনাক-৬ লঞ্চডুবির সাত বছর পূর্ণ হলো। ২০১৪ সালের ৪ আগস্ট ঈদ শেষে কর্মস্থলে ফেরা ঢাকামুখী আড়াই শতাধিক যাত্রী নিয়ে কাওড়াকান্দি থেকে মুন্সিগঞ্জের মাওয়াঘাটে আসার সময় উত্তাল পদ্মায় ঢেউয়ে মুহূর্তেই ডুবে যায় পিনাক-৬ লঞ্চটি। ওই লঞ্চডুবিতে শতাধিক যাত্রী জীবিত উদ্ধার হলেও নিখোঁজ থাকেন দেড় শতাধিক। সরকারি হিসাবে নিখোঁজ ১৩৬ জনের মধ্যে সলিল সমাধি হয় ৪৭ যাত্রীর। এখনো নিখোঁজ ৬০ জন।